(১) পরিবার পরিকল্পনা পদ্ধতি ভিত্তিক সেবা - মিশ্র খাবার বড়ি (সুখি), স্বল্প মাত্রার খাবার বড়ি (আপন), কনডম (নিরাপদ), ইনজেকশন ও আইইউডি। (২) পরিবার পরিকল্পনা ম্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতির সেবা (আইইউডি)
(৩) পরিবার পরিকল্পনা দীর্ঘমেয়াদী পদ্ধতির সেবা (ইমপ্লন্ট) (৪) পরিবার পরিকল্পনা স্থায়ী ও ধীর্ঘমেয়াদী পদ্ধতির সেবা (টিউবেকটমী ও ভ্যাসেকটমী) (৫) স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতির বিষয়ে উদ্ধুদ্ধকরণ ও রেফার (৬) থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতির পাশ্বপ্রতিক্রিয়া ও জটিলতার ব্যবস্থাপনা/চিকিৎসা (৭) পাশ্বপ্রতিক্রিয়া ও জটিলতা জনিত কারনে মৃত/মৃতার দাফন-কাফন/সৎকার বাবদ আইনগত এককালীন তাৎক্ষনিকবাবে পরিশোধযোগ্য অর্থ (৮) প্রজনন স্বাস্থ সেবা, পুষ্ঠি সেবা, গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, মাসিক নিয়মিতকরণ, প্রসবপরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, ইপিআই/এইচআইভি প্রকিরোধ (৯) নবজাতকের পরিচর্যা, সাধারন রোগের চিকিৎসা, কৈশরকালীন স্বাস্থ্য সেবা, ফলোয়াপ ও উচ্চতর হাসপাতালে রেফার, তথ্য শিক্ষা ও উদ্বদ্ধকরণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS